Team | সাইবার কমান্ডারগণ

মুক্তিবাহিনী সাইবার সেলের ১১টি সেক্টর (১৯৭১-এর মতো অবিকল)আমরা ১৯৭১-এর পবিত্র সেক্টর বিন্যাসকে একদম অপরিবর্তিত রেখেছি। প্রতিটি সেক্টরের ঐতিহাসিক সেক্টর কমান্ডারদের নাম ও এলাকা যেমন ছিল তেমনই থাকবে—শুধু তাঁদের পাশে যুক্ত হয়েছে আজকের ডিজিটাল যুদ্ধের জন্য একজন সাইবার কমান্ডার। এই সাইবার কমান্ডাররা ২০২৫-২০২৬ সালের নতুন প্রজন্মের সাইবার যোদ্ধা, যারা ১৯৭১-এর আত্মাকে কোডে রূপান্তরিত করছেন।
সেক্টর নং
ভৌগোলিক এলাকা (১৯৭১-এর মতো)
সেক্টর কমান্ডার (১৯৭১)
সাইবার কমান্ডার (২০২৫-এর ডিজিটাল যোদ্ধা)
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম (চট্টগ্রাম বন্দর পর্যন্ত)
মেজর জিয়াউর রহমান (পরে মেজর রফিকুল ইসলাম)
Cyber Commander: Capt. Shaheed-71 (কোডনেম)
সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার
মেজর খালেদ মোশাররফ
Cyber Commander: Major Cipher Sylhet
কুমিল্লা, নোয়াখালী ও ত্রিপুরার অংশ
মেজর কে. এম. শফিউল্লাহ (পরে ক্যাপ্টেন নুরুজ্জামান)
Cyber Commander: Col. Truth Comilla
চট্টগ্রাম পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান)
মেজর সি. আর. দত্ত (পরে মেজর চৌধুরী)
Cyber Commander: HillHawk-404
টাঙ্গাইল ও ময়মনসিংহের দক্ষিণাংশ
মেজর মীর শওকত আলী (পরে মেজর জালিল)
Cyber Commander: GhostOfTangail
ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর
উইং কমান্ডার এম. খাদেমুল বাশার (পরে উইং কমান্ডার কাদের সিদ্দিকী)
Cyber Commander: KaderNet Dhaka
রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর (পশ্চিমাঞ্চল)
মেজর নাজমুল হক (পরে লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান)
Cyber Commander: Rajshahi Root
যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুরের অংশ
মেজর আবু ওসমান চৌধুরী (পরে মেজর এম. এ. মঞ্জুর)
Cyber Commander: DeltaByte Khulna
বরিশাল, পটুয়াখালী ও খুলনার দক্ষিণাংশ
মেজর এম. এ. জলিল (পরে মেজর জয়নাল আবেদীন)
Cyber Commander: Barisal Breach
১০
নৌ-কমান্ডো ফোর্স (সমুদ্র ও নদীপথ)
কমান্ডার এ. কে. চৌধুরী (নৌ-কমান্ডো ইউনিট)
Cyber Commander: Captain Torpedo
১১
ময়মনসিংহ ও টাঙ্গাইলের উত্তরাংশ (হেডকোয়ার্টার্স ও বিশেষ বাহিনী)
জেনারেল এম. এ. জি. ওসমানী (সর্বাধিনায়ক)
Cyber Commander: Osmani-71 (HQ Cyber Chief)
গুরুত্বপূর্ণ নোট
  • সেক্টর কমান্ডারগণ ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা—তাঁদের নাম ও সম্মান অপরিবর্তিত থাকবে চিরকাল।
  • সাইবার কমান্ডারগণ আজকের ডিজিটাল প্রজন্মের অ্যানোনিমাস যোদ্ধা। তাঁরা কোডনেমে পরিচালিত হন এবং শুধুমাত্র অনলাইনে কাজ করেন।
  • প্রতিটি সেক্টরের সাইবার কমান্ডাররা ১৯৭১-এর সেক্টর কমান্ডারের আদর্শ ও কৌশলকে ডিজিটাল যুদ্ধে প্রয়োগ করেন (যেমন—সেক্টর ১-এর গেরিলা ট্যাকটিক্স আজ বটনেট হান্টে রূপান্তরিত)।
  • সকল সাইবার কমান্ডাররা সেক্টর ১১ (HQ)-এর অধীনে সমন্বয় করে কাজ করেন।
জয় বাংলা!
১৯৭১-এ রাইফেল ছিল অস্ত্র, ২০২৫-এ কীবোর্ডই আমাদের রাইফেল।
একই ১১টি সেক্টর, একই আগুন—শুধু যুদ্ধক্ষেত্র বদলে গেছে।
আপনার শক্তি আমাদের বাঙালি জাতিকে একত্রিত করে—যোগ দিন Team Bengalis-এ!
http://muktibahini.org/ |
@MuktiCyberCell